২ বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান অবস্থা
হাতে রাখা আইফোনে রিং হলাে কয়েকবার! ... ধরলেন না মিঃ অলরাউন্ডার ... জিম সেশন শেষ হতে না হতেই আবারাে ফোন!... এবার ধরলেন কলটা ... ওপ্রান্ত থেকে কেউ একজন এক নিঃশ্বাসে ইংরেজিতে কথা বলতে শুরু করলেনঃ "ব্রাদার, এই ম্যাচে ৪ ওভারে ৬৫ রান দেন ... ১ উইকেট নিতেপারেন! ... তবে কোনাে উইকেট না নিলে ১ লাখ ডলারের সঙ্গে আরাে ৭৫ হাজার ডলার পাবেন ... রাজি!!?
কথাগুলাে শুনতে শুনতে রাগে কান দুটো গরম হয়ে যাচ্ছে- টের পাচ্ছিলেন হাসিখুশি রাগী মানুষটা! ... কিন্তু কথাগুলাে বলতে। দিলেন ... কোনােকিছু না বলে চুপচাপ শুনে গেলেন! ... লােকটার বলা শেষ হতে না হতেই বেশ জোরালাে কণ্ঠেই এরপর বললেন- "না! ... রাজি না! ... নাে ওয়ে! ... এইসব বলতে আমাকে বা আমার এজেন্টকে আর কখনাে ফোন দিবেন না! ... আমি । এমনিতেই ভালাে আছি! ... আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খুবই হ্যাপি- আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার আগে। আমার দেশ! ... মরে গেলেও আমি এইসব প্রস্তাব একসেপ্ট করবাে না!
কথাগুলাে বলেই ফোন কেটে দিলেন নাম্বার সেভেন্টি ফাইভ.৷৷ তারপর অনেক দিন কেটে গেলাে ... নবাব খেলতে লাগলেন নবাবের মতন ... বিশ্বকাপে সব দলের বিপক্ষে একাই লড়ে গেলেন বাংলার বাঘ ... সতীর্থদের ব্যার্থতায় অতিমানবীয় পারফরম্যান্স করেও হতে পারলেন না বিশ্বসেরা। এর পরে আরাে কিছুদিন কেটে গেলাে ... অন্যায়ের বিরুদ্ধে আপােষ না করা লােকটি নিজের কথা না ভেবে, যে ছেলেটি এখন কোন এক অজপাড়াঁগায়ে ক্রিকেট খেলছে তার ক্যারিয়ার যেন সিকিউর হয় তার জন্য রাঘব বােয়ালদের বিরুদ্ধে দাড়িয়ে। গেলেন যেভাবে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বিশ্বের সব ভয়ংকর বােলারের বিপক্ষে।
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমের |
কিন্ত হীরক রাজাদের দেশে সুশাসন চলে না ... চলে না অসত্যের প্রতিবাদ ... এখানে অন্যায়ের বিরুদ্ধে কেউ রুখে দাড়ালে তার জীবন ওষ্ঠাগত করা হয়। তাই এখানে চিরকালই নবাবদের হেরে যেতে হয় মীর জাফরদের কুচক্রে, কূটচালে।। ভালাে থাকবেন নবাব ... আপনাকে অনেক বেশি ভালােবাসি...
#পাপন_হটাও_ক্রিকেট-বাচাও
.....আসুন ক্রিকেট কে বাঁচাই।। "আমার প্লেয়ার ভুল করেছে, সে তার ভুল। বুঝতে পেরেছে, তার সামান্য ভুলে এত বড় সাজা দিবেন না, তাকে ক্ষমা করে দেওয়া
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিম |
উচিত, তাকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে যে সে| অন্যায় প্রস্তাব পেয়েও অন্যায় কে প্রশ্রয় দেয় নি, অন্যায় করে নি" বিসিবির পক্ষ থেকে। এমনটাই দাবি করা উচিত ছিলাে, তারা কি তা করেছে?? ঘরােয়া লিগ গুলােতে খেলা শুরু হবার আগেই ফলাফল নির্ণয় করা থাকে, যে হারে দুর্নীতি, ফিক্সিং চলছে তা কি পাপ। সাহেব জানেন না?? পাপ সাহেব কি করছেন! কিছুই করছেন না। সাকিবের যে সাজা হলাে | তাতে বিসিবির অবস্থান অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বিসিবি যদি এতটুকু বলতাে - আমরা এই। রায়ের বিরুদ্ধে কিছু করবাে, যাতে সাজা কমানাে যায়, তা ও বুঝতাম। Icc নাকি প্রায় ২ বছর যাবত বিষয়টা নজরে রেখেছে, তারা। কি একবারও বিসিবি কে জনায়নি! বিসিবি। প্রধান বিষয়টা নাকি জানতেন না, না জানা টা তার বাের্ড প্রধান হিসেবে অনেক বড় ব্যর্থতা। বিসিবির কুটনৈতিকতা বলতে কি কিছুই নেই ?? যে ভাবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কে বিসিবি প্রধান হুজুর হুজুর করছে, তাতে মনে হচ্ছে সাকিব ও বাংলাদেশ ক্রিকেট কোন।
মহলের প্রতিহিংসা কিংবা ষড়যন্ত্রের শিকার। সময় আসছে ক্রিকেট কে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানাের। এই পাপ এর অতি শীঘ্রই পদত্যাগ করা উচিত , অযােগ্য লােকটা বহুদিন ধরে বিসিবি কে জিম্মি করে রেখেছে। ক্রিকেটের সাথে সংশ্লিষ্টদের মধ্য থেকে যােগ্য লােককে নির্বাচিত করতে হবে, রাজনৈতিক নেতাদের ক্রিকেটে বাের্ডে কোন স্থান নেই। | ক্রিকেট কে ভালােবাসি, তাই মনের কিছু কথা | লিখলাম।।
Post a Comment