বাগেরহাটে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভীন খানম।



এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা ভাইসচেয়ারম্যান রিজীয়া পারভীন, জেলা লিগাল এইডের সম্পাদক জাহানারা খানম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হেনা চৌধরী, সাংস্কৃতিক সম্পাদক , অর্থ সম্পাদক তহমিনা বেগম, মিনু, প্রচার সম্পাদক নাদিরা আকরাম, প্রশিক্ষন সম্পাদক লুৎফুন নাহার লুৎফা, সমাজকল্যান সম্পাদক তাজমীন নাহার তাজু প্রমুখ। জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২০২০ সালে। সেই সময় চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি পালন করা হবে। নারী সম্মেলনে বাংলাদেশে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক সংলাপ বৈঠকের জন্য এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

Post a Comment

Previous Post Next Post