বঙ্গোপসাগরে বিদেশী ফিশিং ট্রলারের মাছ আহরণ বন্ধ করাসহ জেলেদের সুরক্ষার দাবীতে বুধবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা বাজারে মানবন্ধন ও জেলে সমাবেশ করেছে পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।
মানবন্ধন শেষে পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মো. নূর আলম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারন সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জেলে রণজিৎ প্রামাণ্য, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, নাজমুল হক, মারুফ বিল্লাহ প্রমূখ।
বক্তারা, শুধু অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করায় ৬৩ ভারতীয় জেলে আটক ঘটনা উল্লেখ করে সরকারকে সাগরে মৎস্য সম্পদ ও জেলেদের সুরক্ষা, সুন্দরবনের দুবলায় শুঁটকী পল্লীতে ভাসমান হাসপাতাল চালু, সুন্দরবনের প্রাণ পশুর নদী এবং সংকটাপন্ন সুন্দরবন রক্ষার দাবী জানান।
Post a Comment