সাগরের মাছ লুট হচ্ছে, অক্টোবরে ৬৩ ভারতীয় জেলে আটক
সাগরের মাছ বিদেশীদের দ্বারা লুট হচ্ছে। অক্টোবর মাসেই বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধ ভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করায় ৬৩ ভারতীয় জেলে আটক হয়েছে। সাগর যদি রক্ষা করা না যায় তাহলে সাগর জয়ের সুফল বাংলাদেশ পাবে না। মৎস্য সম্পদ রক্ষায় প্রকৃত জেলেদের ভাতার আওতায় আনতে হবে। পুষ্টির যোগানদাতা জেলেদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে সুন্দরবনের দুবলা সাগর পাড়ে ভাসমান হাসপাতাল চালু করতে হবে। ৩০ অক্টোবর বুধবার সকালে মোংলার চিলা বাজারে পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে নিষেধাজ্ঞা শেষে শুটকী আহরণে সমুদ্রে গমনের প্রাক্কালে জেলেবন্ধনের সমাবেশে বক্তারা একথা বলেন। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ, প্রকৃত জেলেদের ভাতার আওতায় আনা, দুবলা চরে ভাসমান হাসপাতাল চালু, সুন্দরবনের প্রাণ পশুর নদী এবং সংকটাপন্ন সুন্দরবন রক্ষার দাবীতে এ জেলেবন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত জেলে বন্ধনের সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন মোংলা জেলে সমিতির সাধারন সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির নেতা পিলাত মন্ডল, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার কমলা সরকার, নাজমুল হক, মারুফ বিল্লাহ প্রমূখ। সমাবেশে বক্তারা আরো বলেন আমাদের জেলেরা যখন ইলিশের নিষেধাজ্ঞা মেনে বাড়ীতে থাকে ঠিক সেই সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঘটে।
সাগরের মৎস্য সম্পদ লুট হওয়ার পাশাপাশি দূষণ বেড়ে যাচ্ছে। জাহাজ ডুবি এবং বর্জ্য নিক্ষেপের ফলে সাগর দূষণের পাশাশি প্লাস্টিক দূষণও বাড়ছে। সুন্দরবনের প্রাণ পশুর নদীর পাড়ে অপরিকল্পিত শিল্পায়নের ফলে জলজ প্রাণী হুমকিতে রয়েছে। সমাবেশে বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণ পশুর নদী রক্ষার দাবীতে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি জাল-জেলে এবং জলা রক্ষায় সরকারকে কার্য্যকরী পদক্ষেপ নেয়ার আহন জানান। জেলে বন্ধনে দুই শতাধিক সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরের জেলে জনগণ উপস্থিত ছিলেন।
Post a Comment