সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন
অক্টোবর’ ২০১৯ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৭৯ জন
বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদন
অক্টোবর’ ২০১৯ মাসে মোট হত্যাকান্ডের সংখ্যা ১৭৯ জন
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে। জরিপে অক্টোবর ২০১৯ মাসে সারা দেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৭৯টি। এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অক্টোবর ২০১৯ মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে প্রায় ৬টি। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরণের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
২০১৯ সালের অক্টোবর মাসে হত্যাকান্ডের শিকার ------------------------------বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়-
এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা ------------------------------
০২। পারিবারিক সহিংসতায় হত্যা-------------------------
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ------------------------------
০৪। আইন শৃংখলা বাহিনীর হাতে হত্যা ------------------------------
০৫। বিএসএফ কর্তৃক হত্যা ------------------------------
০৬। চিকিৎসকের অবহেলায় মৃত্যু ------------------------------
০৭। অপহরণ হত্যা-------------------------
০৭। গুপ্ত হত্যা ------------------------------
০৮। রহস্যজনক মৃত্যু ------------------------------
০৯। ধর্ষণের পর হত্যা ------------------------------
১০। এসিড নিক্ষেপে হত্যা ------------------------------
বিভিন্ন দুর্ঘটনায় নিহত-
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু ------------------------------
খ) আত্মহত্যা ------------------------------
অক্টোবর ২০১৯ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী-
ক) ধর্ষণ-------------------------
খ) যৌন নির্যাতন----------------------
গ) যৌতুক নির্যাতন----------------------
ঘ) এসিড নিক্ষেপ ------------------------------
গবেষণা ও জনসংযোগ
Bangladesh Human Rights Commission-BHRC
Great
ReplyDeletePost a Comment